বিমান থেকে ভারি গোলাবর্ষণের কারণে আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হচ্ছে। তাছাড়া বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যা তাদের জন্য একটি বড় ধাক্কা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে, সরকারি বাহিনী অগ্রসর হওয়ার পথে প্রচুর মাইন ও বিস্ফোরক অকার্যকর করছে। আর এতে সংঘর্ষের ভয়ে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। বেঁচে থাকা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, সরকার নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে চার হাজারের মতো বেসামরিক নাগরিক পালিয়ে আশ্রয় নিয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাটির অবস্থা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। বেসামরিক নাগরিকদের উদ্ধারকারী সিরিয়ার সংস্থা হোয়াইট হেলমেটস বলছে, যানবাহন চালানোর জ্বালানির অভাবে তারা আহতদের সরিয়ে নিতে পারছে না।বেসামরিক নাগরিকেরা পালিয়ে হয় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছেন, নতুবা সরকার নিয়ন্ত্রিত এলাকায়। কিন্তু সব পক্ষের কাছেই মারা পড়ছেন তারা!
বিডি প্রতিদিন/এ মজুমদার