ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের নাগরোটায় আজ মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে একটি সেনাক্যাম্পে আবারও হামলা চালিয়েছেন একদল জঙ্গি। এতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জম্মু থেকে বিশ কিলোমিটার দূরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর নাগরোটা সেনা ঘাঁটিতে গ্রেনেড ও গোলাবর্ষণ করতে থাকে জঙ্গিরা। পাল্টা প্রতিরোধ গড়ে ভারতীয় সেনারাও। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষই ভারী গোলাবর্ষণ করছে।
জঙ্গি হামলার পরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট এলাকার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় এক সেনা কর্মকর্তা জানান, ‘ আজ মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকে নাগরোটা ক্যান্টনমেন্ট এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, এদিন সকালে নাগরোটায় ১৬৬ নম্বর রেজিমেন্ট ক্যাম্পে জঙ্গিরা ভারী গোলাবর্ষণ শুরু করে। জঙ্গিরা ৪ থেকে ৫ জন ছিল বলে মনে করা হচ্ছে’। এ ঘটনায় পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।
বিডি প্রতিদিন/ ২৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮