আইফেল টাওয়ারের সিঁড়ির বেশ কয়েকটি ধাপ পাঁচ লাখ ইউরোর বেশি নিলামে উঠেছে। টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলে লাগানো ছিল এই ধাপগুলো। জানা যায়, ১৪টি সিঁড়ির মোট দাম উঠেছে ৫ লাখ ২৩ হাজার ৮০০ ইউরো।
নিলামকারী ফ্রাঁসোয়া তাজাঁ জানান, ফোনের মাধ্যমে দরাদরি রীতিমতো বাকযুদ্ধের আকার নেয়। একাধিক আন্তর্জাতিক ক্রেতার আবেগের মূল্য দিতে দাম বাড়তে থাকে দ্রুত। যা রট আয়রনের ধাপগুলির নির্ধারিত মূল্যের চেয়ে বেশ খানিকটা দাম বাড়িয়ে দেয় বলে জানিয়েছে অকশন হাউজ আর্টকুরিয়াল। পরে টেলিফোনের মাধ্যমে দরাদরি করে ধাপগুলি কেনে নেন এশিয়ার এক ক্রেতা। তবে তার নাম জানা যায়নি।
আইফেল টাওয়ার ফ্রান্সের তৃতীয় দীর্ঘতম স্মৃতিস্তম্ভ। ৪১ বছর ধরে এটিই পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্তম্ভ বলে পরিচিত ছিল। ফরাসি সংস্কৃতির প্রতীক স্মৃতিস্তম্ভ আইফেল টাওয়ার জন্য মানুষের গভীর আগ্রহ রয়েছে। ১৮৮৯ সালে ফরাসি ইঞ্জিনিয়র গুস্তাভ আইফেল ১,০৬৩ ফুটের আইফেল টাওয়ার তৈরি করেন। খুব শিগগিরই যা কিংবদন্তি হয়ে উঠে। প্রতিবছরই ফ্রান্সের এই স্মৃতিস্তম্ভ দেখতে মানুষের ভিড় বাড়ে।
বিডি প্রতিদিন/এ মজুমদার