ব্রাজিলের চাপিকোয়েন্স নামের স্থানীয় একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়সহ কলম্বিয়ায় ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ৭২ জন আরোহী ছাড়াও আরও নয় ক্রু সদস্য ছিলেন। জ্বালানি সংকটের কারণে স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের ছয় আরোহী বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিমানটিতে ব্রাজিলের কোনো তারকা ফুটবলার ছিলেন কী না, তা জানা যায়নি। বিমানটি বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়।
একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা বিমানবন্দর কর্তৃপক্ষ। মেডেলিনের মেয়র ফেডেরিকো গুতিয়েরেজ এ দুর্ঘটনাকে 'অনেক বড় ট্রাজেডি' হিসেবে উল্লেখ করেছেন।
সাউথ আমেরিকান ক্লাব কাপ খেলার উদ্দেশ্যে কলম্বিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল ব্রাজিল ফুটবল দল। কলম্বিয়ার মেডেলিনের দল অ্যাতলেটিকো নাসিওনােলের বিপক্ষে ফাইনাল খেলার কথা ছিল ব্রাজিলের চাপিকোয়েন্স ফুটবল দলের। দুর্ঘটনার কারণে ফাইনাল খেলা বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারজানা