ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর অনেক সমালোচনা হয়েছে। মানুষের হয়রানির প্রসঙ্গ তুলে মাঠে নেমেছে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল। এই অবস্থায় বিরাট স্বস্তি বয়ে আনল দেশটির মহারাষ্ট্র এবং গুজরাটের স্থানীয় নির্বাচনের ফলাফল। নোট বাতিলের সিদ্ধান্তের পর এই দু'রাজ্যেই প্রথম নির্বাচন হয়। আর সেই দুই রাজ্যেই বিরাট ব্যবধানে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। তাই সমালোচনা যতই হোক জনতা যে তাকে আশির্বাদ করেছেন তার ইঙ্গিত পেয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ কারণে মঙ্গলবার সকাল থেকেই একের পর এক টুইট করে প্রকাশ করেছেন নিজের সন্তুষ্টি। খবর আজকালের।
মোদির কথায়, ‘গত কয়েকদিন ধরেই সারা দেশে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় নির্বাচনের ফল প্রকাশিত হচ্ছে। উত্তর–পূর্ব, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট যেখানেই হোক বিজেপির ভাল হয়েছে। আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, মানুষ উন্নতি চায়। দুর্নীতি এবং অপশাসন থেকে মুক্তি চায়। নোট বাতিলের পর ভোটের ফলাফলে দেখা যাচ্ছে আসাম এবং মধ্যপ্রদেশে একটি করে লোকসভা আসনে জয় পেয়েছে বিজেপি। তাছাড়া, মধ্যপ্রদেশ, গুজরাট, অরুণাচল প্রদেশে বেশ কয়েকটি বিধানসভা জিতেছে বিজেপি। এরপর গুজরাট এবং মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে জয়।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব