তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় মঙ্গলবার একটি স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন। এদের ১১ জনই ছাত্রী। নিহত সব শিক্ষার্থীর বয়স ১৪ কিংবা তার নিচে। এ অগ্নিকাণ্ডে আরও ২২ জন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দালু এ খবর নিশ্চিত করেছে।
ছাত্রাবাসটিতে ৩৪ শিক্ষার্থী থাকতেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা আগুন থেকে পালাতে দরজা খোলার চেষ্টা করেছিলেন। কিন্তু দরজা খোলা না যাওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আদানার গভর্নর মাহমুদ দেমিরতাস বলেন, এ পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে আগুন লাগতে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর আত্মরক্ষার্থে ভবন থেকে লাফ দিয়ে পড়ে কয়েকজন আহত হয়।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/ফারজানা