দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, দেশটির দক্ষিণ ও মধ্য অঞ্চলের ম্যালুকু প্রদেশের তেলুক আমবন দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৪ মাত্রার এই কম্পনে ভূ-পৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল ১২ কিলোমিটার।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/মাহবুব