ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ অভিযানকে সফল করতে কাশ্মীর থেকে তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী পাড়ি দিয়েছেন ২২ জন সাইকেল আরোহী। নগর উন্নয়ন মন্ত্রণালয়ের সাহায্যে জম্মু কাশ্মীরের রোটারি ক্লাব এই র্যালির আয়োজন করেছে।
৭ নভেম্বর থেকে শুরু হওয়া র্যালিটি শেষ হবে ৯ ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ অভিযানের গুরুত্ব প্রচার করাটাই এই র্যালির প্রধান উদ্দেশ্য। দিল্লি , জয়পুর , গান্ধী নগর , মুম্বাই এবং বেঙ্গালুরু শহরে পর পর তাদের পরবর্তী লক্ষ্য তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাই। এরপর তিরুবনন্তপুরম হয়ে তারা পৌঁছবেন কন্যাকুমারীতে।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এটাই হতে চলেছে বিশ্বের সব থেকে বড় সাইকেল র্যালি। এরইমধ্যে এ র্যালি ঠাঁই পেয়েছে গিনেস বুকে। আয়োজক দুরন্ত চৌধুরীর বলেন, ভারতজুড়ে স্বচ্ছতার সচেতনতা গড়ে তুলতেই আয়োজন করা হয়েছে এই র্যালির।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/ফারজানা