যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে টর্নেডোটি আঘাত হানে। এতে গির্জা, প্লাজাসহ ১৫ থেকে ২০টি ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া হাইওয়ে, গাছপালাসহ বিভিন্ন ঘর-বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
দিক্লাব কাউন্টিতে ২৪ ঘণ্টার একটি ডেয়ারকেয়ার সেন্টার সম্পূর্ণরুপে বিধ্বস্ত হয়েছে বলে দেশটির জাতীয় আবহাওয়া সেবা অফিস জানায়।
বিডি প্রতিদিন/ ৩০ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩