বক্সিংয়ে কানাডার প্রধানমন্ত্রীকে আবারো লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়েছে তার একসময়কার প্রতিদ্বন্দ্বী ম্যাথিউ পেরি। ৩৫ বছর আগে স্কুল বক্সিংয়ের লড়াইয়ে বিখ্যাত এই অভিনেতার কাছে হেরেছিলেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। সেই কথাই সম্প্রতি মনে করিয়ে দেন ম্যাথিউ পেরি। এরপর ট্রুডো পুনরায় তার সঙ্গে লড়াইয়ের চ্যালেঞ্জ জানান। সেই চ্যালেঞ্জ নেয়ার কথাই ভাবছেন পেরি।
উল্লেখ্য, রাজনৈতিক রিংয়ের বাইরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বক্সিংয়ের রিংয়ের ইতিহাসেও নাম লিখিয়েছেন অনেক আগেই। ৪৪ বছর বয়স্ক তারুণ্যের প্রতীক, বিনয়ী হিসেবে খ্যাত ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার আকর্ষণীয় জাস্টিন ট্রুডো কানাডার ক্ষমতাশীল দল লিবারেল পার্টির প্রধান। তিনি কখনো শিক্ষক, কখনো সমাজ সেবক, কখনো মডেল, কখনো নির্মাতা, কখনো উপস্থাপক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন।
২০০৭ সালে জাস্টিন ট্রুডো সিবিসি টেলিভিশনের জন্য 'দ্য গ্রেট ওয়ার' নামে প্রথম বিশ্বযুদ্ধে কানাডার অংশগ্রহণের উপর দুই পর্বের মিনি সিরিজ ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেন এবং সিবিসি রেডিও’তে ‘কানাডা রিডস সিরিজ’ উপস্থাপনায় করেছেন দীর্ঘদিন এবং এ ছাড়াও তার প্রকাশিত বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৭/হিমেল