আফগানিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ইরাকি সেনাদের ক্রমাগত আক্রমনে মোসুল থেকে ক্রমশ সরতে হচ্ছে৷ মরিয়া হয়ে আইএস জঙ্গিরা এবার রাসায়নিক হামলা শুরু করল৷ পশ্চিম মোসুলে ক্লোরিন গ্যাস ছড়িয়েছে তারা৷ ইরাকি সেনা মারফত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
জানা গেছে, মোসুলের পশ্চিম এলাকায় আল আবারে হয়েছে ক্লোরিন গ্যাসের এই হামলা৷ মরণ কামড় দিতে চাইছে বাগদাদির দলবল৷ মোসুল দখল অভিযানে সামিল ইরাকি সেনার দাবি, শনিবার কয়েকজন সেনাকর্মীর শ্বাসকষ্ট দেখা দেয়৷ পরীক্ষায় তাদের দেহে ক্লোরিন গ্যাসের উপস্থিতি মিলেছে। এই সেনাকর্মীরা পশ্চিম মোসুল থাকা আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়ছেন৷
আইএস জঙ্গিরা মিসাইলের মাধ্যমে ক্লোরিন গ্যাসের হামলা করে৷ যদিও এ বিষয়ে সঠিক প্রমাণ মেলেনি৷ মোসুল দখলে তীব্র সংঘর্ষ চলছে৷ আইএসের অন্যতম শক্ত ঘাঁটির পূর্ব প্রান্ত দখল করেছে ইরাকি-কুর্দিস সোনা জোট৷ মার্কিন সেনার সঙ্গে মিলিত অভিযান চলছে সেখানে৷ পশ্চিম মোসুলের বিভিন্ন এলাকা থেকে পিছু হটছে ইসলামিক স্টেট৷
সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০