ইরানের উত্তরপশ্চিমের অঞ্চলগুলোতে আকস্মিক বন্যায় ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন। শনিবার (১৫ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
হঠাৎ করে অতি বৃষ্টির ফলে এই বন্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। মূলত শুক্রবার থেকেই ইস্ট আজারবাইজান প্রদেশে বৃষ্টিপাত দেখা দেয়।
এ ব্যাপারে আজাবশির জেলার প্রধান সরকারি কর্মকর্তা বলেন, উদ্ধারকর্মীরা কাজ চালাচ্ছেন। তারাই মরদেহ উদ্ধার করছেন।