সিরিয়ার আলেপ্পো শহরের রাশিদিনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় মানবিক সহায়তা সংগঠন হোয়াইট হেলমেট এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে তারা।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে একটি ত্রাণবাহী বাসের বহর থেকে ওই আত্মঘাতী বোমা হামলা হয় বলে দাবি আসাদ সরকারের।
শনিবার সকালে বিদ্রোহী অধ্যুষিত ইদলিবের ফোয়া ও কেফ্রায়া থেকে গৃহহীনদের বাসে করে আলেপ্পোতে নেয়া হচ্ছিল। রাজধানীতে প্রবেশের আগে রাশেদিন এলাকায় বহরটি দাঁড়াতেই হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে।
এতে বেশ কয়েকটি বাস পুরোপুরি মাটিতে মিশে যায়। ধ্বংসস্তূপের নিচে আরো মৃতদেহ আটকে পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল ও পুলিশ। এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।
অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস মৃতের সংখ্যা ৪৫ জন বলে জানিয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান