গ্রিন কফি উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিল, চলতি বছরের শেষ দুই মাসে দেশটি থেকে পণ্যটির রফতানি অনেকটাই হ্রাস পেয়েছে। মার্চ ও ফেব্রুয়ারি এই দুই মাসে কয়েক লাখ ব্যাগ কফি রফতানি কমেছে।
ব্রাজিলের কফি রফতানিকারকদের একটি সূত্রের তথ্যমতে, চলতি বছরের মার্চে ব্রাজিল সব মিলে ২৩ লাখ ৬০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) গ্রিন কফি রফতানি করেছে। যেখানে ২০১৬ সালের একই মাসে দেশটি থেকে পণ্যটি রফতানির পরিমাণ ছিল ২৭ লাখ ৭০ হাজার ব্যাগ। এ হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে মাসিক কফি রফতানি কমেছে ৪ লাখ ১০ হাজার ব্যাগ।
চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত (জুলাই থেকে অর্থবছর শুরু হয়েছে) ব্রাজিল মোট ২ কোটি ৩০ লাখ ৫০ হাজার ব্যাগ গ্রিন কফি রফতানি করেছে। ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে ব্রাজিল থেকে পণ্যটি রফতানির পরিমাণ ছিল ২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার ব্যাগ। এ হিসাবে এক বছরের ব্যবধানে ব্রাজিল থেকে গ্রিন কফি রফতানি কমেছে ২৩ লাখ ১০ হাজার ব্যাগ।
সূত্র: বিজনেস রেকর্ডার