থাইল্যান্ডের সমুদ্র উপকূলবর্তী শহর পাথায়াতে একজন ব্রিটিশ পর্যটকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দফতর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পর্যটকের বয়স ৩১ বছর, নাম ক্রিস্টোপার অ্যান্ড্রু লেইডার।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকালে লেইডার একটি গেস্ট হাউজের বেলকনি থেকে উলঙ্গ অবস্থায় নিচের রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, লেইডারের মৃত্যুর ঘটনার সঙ্গে হত্যা বা সংঘর্ষের আলামত পাওয়া যায়নি।
অন্যদিকে পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন থাইল্যান্ডে মর্মান্তিকভাবে নিহত ব্রিটিশ নাগরিকের পরিবারের কাছে আমরা সাহায্য পাঠিয়েছি।
উল্লেখ, পাথায়া হচ্ছে থাইল্যান্ড উপসাগরের তীরবর্তী একটি জনপ্রিয় রিসোর্ট পর্যটন কেন্দ্র, ক্লাব ও বারের জন্য জায়গাটি খুবই বিখ্যাত।
সূত্র: বিবিসি