এখনও সমাজে বেশিরভাগ সময় মশকরা, হাসি-ঠাট্টার বিষয় হতে হয় রূপান্তরকামীদের৷ তবে এমন অনেক কিছুই তারা করে থাকেন যা সমাজের অন্যান্য মানুষেরা করে উঠতে পারেন না৷ এবারও হল তাই৷
ভারতের মুম্বাইয়ের মালাদ এলাকায় রাস্তায় ভিক্ষা করেন চার রূপান্তরকমী৷ তারাই এবার সামিল হতে চলেছেন নয়া উদ্দ্যোগে৷ 'অ্যাডপ্ট আ প্ল্যান্ট'-উদ্যোগে গাছ দত্তক নিতে চলেছে তারা৷ চারটি ঔষধি গাছ দত্তক নেন তারা৷ ফলে এবার সেই গাছগুলি উপড়ে ফেলতে পারবে না কেউ৷
জানা গেছে, মেট্রো স্টেশন তৈরির জন্য বর্তমানে অনেক গাছ কাঁটা হচ্ছে৷ ভারতের আন্ধেরি থেকে দাহিসার পর্যন্ত বাদ পড়েছে বহু গাছ৷ ফলে সাধারণ মানুষের মদ্যে গাছ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য এই উদ্যোগে সামিল হচ্ছেন চার রূপান্তকামী ভিক্ষুক৷ ‘অ্যাডপ্ট আ প্ল্যান্ট’ প্রকল্পে এখনও পর্যন্ত ৫০০০ গাছ দত্তক নিয়েছেন প্রায় হাজার খানেক নাগরিক৷
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪