উত্তপ্ত কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে পাকিস্তান থেকে স্থানীয় যুবকদের জন্য মোটা অঙ্কের অর্থ আসছে বলে তথ্য প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
সেখানে বলা হয়েছে, প্রাচীন পণ্য-বিনিময় পদ্ধতিতে বিক্ষোভকারীদের ‘ক্যাশলেস’ রসদ যোগান দিচ্ছে পাকিস্তান। বিনিময় পদ্ধতিতে কোনও জিনিসের পরিবর্তে সমমূল্যের জিনিস দেওয়াই রীতি।
ভারতীয় গোয়েন্দা সূত্রে আরও বলা হয়, পাক-অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ থেকে শ্রীনগরে আসা পণ্যবাহী ট্রাকের মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে পাথর-হামলাকারীদের জন্য। পাকিস্তানের এই কৌশল ফাঁস হওয়ার পর থেকে পাক-অধিকৃত কাশ্মীর থেকে শ্রীনগরে আসা পণ্যবাহী ট্রাকগুলির উপর বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, দিল্লি দীর্ঘদিন ধরেই কাশ্মীরে অশান্তির পিছনে ইসলামাবাদের প্রত্যক্ষ হাত রয়েছে বলে দাবি করছিল। কিন্তু নওয়াজ শরিফ প্রশাসন তা অস্বীকার করেছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় বিক্ষোভকারীদের সঙ্গে ফের সংঘর্ষ হয়েছে সেনাবাহিনীর। শনিবার দুপুরে পুলওয়ামার ডিগ্রি কলেজের সামনে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী টিয়ারগ্যাস ছুঁড়তে বাধ্য হয়।
সুত্রঃ আজকাল