সিরিয়া ইস্যুতে রাশিয়া-আমেরিকা যেন ধীরে ধীরে যুদ্ধের দিকেই এগোচ্ছে। একের পর এক চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ। আর এর চুড়ান্ত সমাধানে পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাক মাস্টার বলেছেন, রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনার সময় এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
এ সময় ম্যাক মাস্টার বলেন, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার সরকারকে সমর্থন ও ইউরোপে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে দেশটির সঙ্গে কঠিন আলোচনা করতে হবে। তিনি মনে করেন, প্রেসিডেন্ট বাশারকে সমর্থন দেয়ার জন্যই গৃহযুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছে। আর প্রতিবেশী দেশগুলোকেও এর জন্য কুফল ভোগ করতে হচ্ছে।
উল্লেখ্য, আফগানিস্তানে আইএসের ঘাঁটি ধ্বংসে গত বৃহস্পতিবার 'মাদার অব অল বোম্ব' নিক্ষেপ করে আমেরিকা। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবী, আইএস দমন নয়, মূলত রাশিয়াকে নিজ শক্তি দেখানোর জন্য এই বোমা ব্যবহার করেছে আমেরিকা। অন্যদিকে, সিরিয়ার হামা প্রদেশের সৌরান, তাইবাত আল-ইমাম, হালফইয়া এবং লাতামানিয়া শহরে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলাকে আফগানিস্তানে মার্কিন শক্তি প্রদর্শনের পাল্টা জবাব হিসেবে দেখছেন অনেকে।
সূত্র: রয়টার্স