ভারতে দ্রুতগামী বুলেট ট্রেন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল। বৃহস্পতিবার আমেদাবাদের সবরমতী স্টেশনে বুলেট ট্রেনের ভিত্তিপ্রস্তর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এই দুই রাষ্ট্র নেতা ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি প্রমুখ।
নির্মাণকারী সংস্থার দাবি ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বাই-আমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন চালু শুরু হয়ে যাবে আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২২ সালের মধ্যেই। ১ লাখ ১০ হাজার কোটি রুপির এই প্রকল্পে ৮১ শতাংশ বিনিয়োগ আসছে জাপান থেকে। তবে আর্থিক সহায়তাই নয়, প্রযুক্তিগত সহযোগিতাও করছে জাপান। প্রায় শতাধিক জাপানি প্রকৌশলী এই কাজে সহায়তা করবে। এই ট্রেন চালু হলে ৮ ঘণ্টার পরিবর্তে মাত্র ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে আমেদাবাদ থেকে মুম্বাইয়ে পৌঁছানো যাবে। ঘণ্টায় ৩২০ থেকে ৩৫০ কিলোমিটার বেগে ছুটবে এই বুলেট। এই রেলপথের যাত্রার মধ্যে ৬ শতাংশ থাকবে টানেল পথ বাকি থাকবে মাটির ওপর। মোট ১২টি স্টেশন থাকছে এই রেলপথে। বুলেট ট্রেনের ভাড়া হতে পারে ২৭০০ থেকে ৩ হাজার রুপির মতো। আপাতত ট্রেনটিতে ১০টি বগি থাকবে বলে জানা গেছে। এতে প্রতিদিন ৩৫ হাজার যাত্রীর যাতায়াতের সুযোগ থাকবে।
বুলেট ট্রেনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মোদি বলেন, হাই স্পিড কানেকটিভিটির সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের উন্নয়ন। সে কারণে বুলেট ট্রেনের মতো হাই স্পিড কানেকটিভিটির ওপর কেন্দ্র জোর দিয়েছে। এতে একদিকে গতি বাড়বে অন্যদিকে দূরত্ব কমবে। পাশাপাশি আর্থিক উন্নতির নতুন দিগন্ত খুলবে। কোন দেশের আর্থিক প্রবৃদ্ধি তখনই হবে যখন উৎপাদন হবে। আমাদের লক্ষ্যই হল হাই স্পীড কানেকটিভিটর মাধ্যমে আরও বেশি উৎপাদন।
বন্ধু জাপানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, বুলেটের গতি ভারতের অগ্রগতি আনবে। আর্থিক ও সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসবে। বুলেট ট্রেন পরিবেশ বান্ধব। এতে করে বিমানের থেকেও আগে গন্তব্যে পৌঁছোনো যাবে এবং মুম্বাই-আমেদাবাদ জাতীয় সড়কে যানজট কমবে।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই এদিন 'নমস্কার' বলে সকলকে সম্বোধন করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এবং শেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি । প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ভারতকে প্রগতির পথে এগিয়ে নিতে পেরে জাপান নিজেকে ধন্য মনে করছে। এই প্রকল্পের মাধ্যমে ভারত ও জাপানের মধ্যে বন্ধন আরও মজবুত হবে।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা