হুন্ডি এবং সন্ত্রাসের জন্যে অর্থ প্রেরণের অভিযোগে পাকিস্তানের হাবিব ব্যাংকের নিউইয়র্ক শাখায় তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি ২২৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।
কয়েক দফা নোটিশ প্রদানের পরও হাবিব ব্যাংক সন্দেহজনক অর্থ প্রেরণ থেকে বিরত না হওয়ায় মার্কিন অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত এ সিদ্ধান্ত ঘোষণা করে।
উল্লেখ্য, পাকিস্তানের অন্যতম বৃহত্তম ব্যাংক হাবিব ব্যাংক। ৪০ বছর আগে হাবিব ব্যাংকের নিউইয়র্ক শাখাটি চালু হয়।
আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক শাখা বিদেশী ব্যাংক পরিচালনা রীতি তদারকি করে থাকে। গত ৭ সেপ্টেম্বর এই দপ্তর থেকেই হাবিব ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের তথ্য প্রকাশ করা হয়। প্রচলিত রীতির পরিপন্থি কাজ চলছে বলে সর্বপ্রথম এই ব্যাংকের কর্মকর্তাদের সতর্ক করা হয় ২০০৬ সালে। জানা গেছে, সৌদি আরবের আল রাজি ব্যাংকের সাথেও লেনদেন রয়েছে হাবিব ব্যাংকের। আল রাজি বাংকের সাথে আল কায়েদার সম্পর্ক রয়েছে বলে মার্কিন প্রশাসনের ধারণা।
আমেরিকার ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুপারিন্টেন্ডেন্ট মারিয়া ভুলো বলেন, এমন কোন কর্মকাণ্ডকে আমরা বরদাশত করতে পারি না, যার মধ্য দিয়ে সন্ত্রাসীরা লাভবান হয়। মার্কিন অর্থনীতিকে লণ্ডভণ্ড করে দিতে পারে-এমন কোন কাজকেই বরদাশত করা হবে না। হাবিব ব্যাংককে আমরা অনেক সময় দিয়েছি। কিন্তু তারা সংশোধিত হবার চেষ্টাও করেনি। গত কয়েক বছর এই ব্যাংকের কমপক্ষে ১৩ হাজার লেনদেন যথাযথ নিয়মে করা হয়নি। স্টেট ডিপার্টমেন্ট যাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসে জড়িত বলে চিহ্নিত করেছে, তারাও পেয়েছে এই অর্থ।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা