সিন্ধু পানিবণ্টন চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় সহমত হল ভারত এবং পাকিস্তান। গত বুধ এবং বৃহস্পতিবার ওয়াসিংটন ডিসিতে সচিব পর্যায়ের বৈঠকে সহমত হয় দুই দেশ। বিবৃতি দিয়ে একথা নিশ্চিত করেছে বিশ্ব ব্যাংক।
বৈঠকে কোনও সমাধানসূত্র না মিললেও দুই দেশই তাদের নিজস্ব দায়িত্ব পূরণে সহমত হয়েছে। সিন্ধুর দুই শাখা নদী ঝিলম এবং চেনাব বা বিতস্তা এবং চন্দ্রভাগার উপর তৈরি দুটি জলবিদ্যুৎ প্রকল্প কিষণগঙ্গা এবং রতলে র প্রযুক্তিগত পরিকাঠামো নিয়ে আলোচনা হয়।
সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশের সহায়তায় কাজ করবে বিশ্ব ব্যাংক এবং সিন্ধু চুক্তি মেনে যাবতীয় মতবিরোধ মেটানোর চেষ্টাও করবে। দুই দেশের সাহায্যের সঙ্গেই চুক্তির দায়দায়িত্ব পূরণও বিশ্ব ব্যাঙ্কের অন্যতম দায়িত্ব।
ঝিলমের উপর কিষণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প ৩৩০ মেগাওয়াটের এবং চেনাবের উপর রতলে প্রকল্প ৮৫০ মেগাওয়াটের। গত আগস্টেই ভারতকে এই দুটি প্রকল্প রূপায়নে অনুমতি দেয় বিশ্ব ব্যাংক। কিন্তু পাকিস্তান আপত্তি জানিয়েছিল।
সেই মতো নতুন বিবৃতিতে বিশ্ব ব্যাংক বলেছে, সিন্ধু এবং তার ওই দুটি শাখা নদীকেই পশ্চিমের নদী বলে উল্লেখ আছে। ফলে সেই পানি ব্যবহারে পাকিস্তানের অবাধ অধিকার। তাই সিন্ধু চুক্তি মেনে ওই দুটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির অনুমতি দেওয়া হয়েছে ভারতকে।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর