জাকির নায়েকের বিরুদ্ধে চলতি সপ্তাহে জঙ্গিবাদে অর্থায়ন ও মানি লন্ডারিং অভিযোগের চার্জশিট প্রদান করতে যাচ্ছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
জাতীয় তদন্তকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। চলতি সপ্তাহেই আদালতে চার্জশিট জমা করা হবে। গত বছরের জুন মাসে বাংলাদেশে জঙ্গি-হামলায় তার নাম উঠে আসার পরই ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে চলে যান জাকির। তার বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়ন ও মানি লন্ডারিং অভিযোগে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এরপর গত বছরের নভেম্বর মাসে জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও চ্যানেল পিস টিভি-কে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। বাতিল করা হয় তার পাসপোর্ট।
সৌদি আরবের নাগরিকত্ব নিয়েছেন জাকির। তার বিরুদ্ধে অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করে এক শ্রেণি মানুষের মনে ঘৃণা ছড়িয়েছেন তিনি। একইসঙ্গে, বিগত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদীদের আর্থিক মদত করে গিয়েছেন জাকির। যদিও, সব অভিযোগ খারিজ করেন জাকির। তার দাবি, ভারতীয় সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।
বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৭/আরাফাত