পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্য মন্ত্রী ফায়াজুল হাসান চৌহান ঘোষণা দিয়েছেন, ওই প্রদেশে এখন থেকে আর চলচ্চিত্রের 'অশ্লীল' বিলবোর্ড টানানো যাবে না। আদেশ মান্য না করলে সিনেমা হলই বন্ধের হুমকি দিয়েছেন ইমরান খান নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল পিটিআইয়ের ওই মন্ত্রী।
বৃহস্পতিবার লাহোরের এক জনসভায় তিনি বলেন, যদি তিন দিন পরেও পাঞ্জাবে অশ্লীল বিলবোর্ড থাকে তাহলে প্রথমে জরিমানা করা হবে। আদেশ না মানলে হল বন্ধ করে দেয়া হবে।
তিনি আরও বলেন, 'আপনি অর্ধনগ্ন নারীর ছবি ছাপিয়ে বড় আকারের বিলবোর্ডে ঝুলিয়ে দিলেন, এতে কোনো মানবতা আছে?'
সপ্তাহ গ্রহণের এক সপ্তাহ না পেরোতেই এমন বক্তব্য দিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই মন্ত্রী। জামায়াতে ইসলামী পাকিস্তান থেকে ইমরান খানের পিটিআইয়ে যোগ দিয়েছিলেন তিনি। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় পাকিস্তানের এক রাজনীতিবিদের সঙ্গে তর্ক করার সময় অশ্লীল শব্দ ব্যবহার করছেন তিনি। সূত্র: ট্রিবিউন পাকিস্তান
বিডি প্রতিদিন/ফারজানা