রাশিয়ার একটি অস্ত্র কারখানায় শুক্রবার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর রুশ প্রতিরক্ষা দফতরের আওতাধীন কারখানায় মারাত্মক অগ্নিকাণ্ড দেখা দিয়েছে।
মধ্য রাশিয়ার নিজনি নোভগোরোদ অঞ্চলে অবস্থিত কারখানায় বিস্ফোরণের পরই প্রায় ১০০ বর্গ মিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, জারজিস্ক শহরে অবস্থিত কারাখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এছাড়া, দুই ব্যক্তি আহত হয়েছেন। দমকল বাহিনী আগুন নেভানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ আগস্ট ২০১৮/আরাফাত