সুপ্রিম কোর্টের বিচারপতির পদে নিজের মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভানাকে নিয়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় কিছুটা বিব্রত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে মার্কিন সিনেটের বিচারবিভাগীয় কমিটিতে সাক্ষ্য দিয়েছেন অভিযোগকারী ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ক্রিস্টিন ব্লেসি ফোর্ড। এরপর সেই কমিটির সামনে দাঁড়িয়ে নিজের অবস্থানও জানিয়েছেন কাভানাও। ক্রিস্টিন ব্লেসি ফোর্ডের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কাভানার দাবি, চরিত্র হরণ করতে ক্রিস্টিন ব্লেসি ফোর্ড এসব কথা বলেছেন।
বিষয়টি নিয়ে এতদিন ধরে কিছুটা বিব্রত ছিলেন ট্রাম্প। এ নিয়ে এত সময় ধরে নীরব থাকলেও এবার টুইট করে বিরোধী দল ডেমোক্রেটদের এক হাত নিয়েছেন। কাভানাকে ভোট দিতে তিনি রিপাবলিকান সিনেটরদের আদেশও করেছেন।
ট্রাম্প বলেছেন, বিচারক কাভানা আমেরিকান নাগরিকদের এটা প্রমাণ করে দিয়েছেন যে কেন আমি তাকে মনোনীত করেছি। তার স্বাক্ষ্য ছিল দৃঢ়, সৎ। ডেমোক্রেটদের 'অন্যের চরিত্রের দোষ খোঁজা ও তাকে ধ্বংস করার এ কৌশল' অসম্মানজনক এবং এ প্রক্রিয়া পুরো প্রচেষ্টাকে ব্যাহত করে। সিনেটরদের অবশ্যই ভোট দেয়া উচিত!
বিডি প্রতিদিন/ফারজানা