জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
সোমবার (২৮ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় শুনানি করেন চিফ প্রসিকিউটর।
পরে আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার (২৯ জুলাই) দিন ধার্য করা হয়।
এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৬ জনকে।
এদিকে, আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন