ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রের বিজেপি নেতা বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ ৷ অভিযুক্ত বিজেপি নেতার নাম মধু চাবান ৷ মহারাষ্ট্র অ্যাফোর্ডেবল হাউসিং অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি চাবান ৷
মহারাষ্ট্রের চিপলুন থানায় চাবানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে গত মঙ্গলবার ৷ চিপলুন থানার প্রবীণ পুলিশ অফিসার দেবেন্দ্র পল বলেন, ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০০২ সালে ৷ নিগৃহীতা সেই নারীর দাবি, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন চাবান ৷ এর পাশাপাশি একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন চাবান ৷ এমনটাই দাবি সেই নারীর ৷
সেই নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে ৷ চাবানের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ ৷ প্রসঙ্গত, প্রাথমিকভাবে পুলিশ সেই নারীর অভিযোগ নিয়ে অস্বীকার করেন ৷ পরে সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হন তিনি ৷ এরপর আদালতের নির্দেশেই অভিযোগ নথিভুক্ত করে পুলিশ ৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর