হাজার কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সৌদি আরবের সেনাবাহিনী । ভূউপগ্রহ ছবিতে এটি দেখা যায়। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। তবে রিয়াদ ও ওয়াশিংটন অবস্থিত সৌদি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্রতিবেদনে এক বিবৃতিতে বলা হয়, রিয়াদ এটি শুধুমাত্র পরীক্ষা করেনি এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। হাজার কিলোমিটারের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র বহনকারী এ ক্ষেপণাস্ত্রটিতে জ্বালানী ব্যবহার করা হয়েছে। এতে আরও বলা হয়, ভূ-উপগ্রহের তোলা ছবিটি গত নভেম্বরের।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোপন রকেট-ইঞ্জিন স্ট্যান্ডে রকেটটি স্থাপন করে এর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ