নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হলে ভারত থেকে আসামকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ।
তিনি বলেন, আসামের সাধারণ মানুষের অধিকার ও আবেগ নিয়ে খেলা করছে কেন্দ্রীয় সরকার। অবিলম্বে বিতর্কিত বিলটি বাতিল করা না হলে ভারত থেকে আলাদা হওয়ার কথা ভাববে আসামের মানুষ।
তিনসুকিয়ায় নাগরিকত্ব বিল বিরোধী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনসুকিয়ায় প্রায় ৭০টি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
অখিল বলেন, আসামের আদিবাসীদের অধিকার খর্ব করা হলে তার যথাযথ জবাব দিতে প্রস্তুত তারা। দেশের অন্যান্য রাজ্যেও বিক্ষোভ অব্যাহত রেখেছে নাগরিকত্ব সংশোধন বিরোধী আন্দোলনকারীরা।
আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, নাগরিক তালিকা প্রণয়ন করে কোটি কোটি রুপি নষ্ট করেছে সরকার। এখন আর এর কোনো মূল্য নেই।
নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে রবিবার আসামের ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিক্ষোভ সমাবেশে অংশ নেয় সাধারণ মানুষও।
বিডি প্রতিদিন/কালাম