চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে এবং এর প্রধান আর্থিক কর্মকর্তা (চিফ ফিনেন্সিয়াল অফিসার) মেং ওয়াংজুর বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ দায়ের করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি নথি প্রস্তুত করেছে দেশটির বিচার বিভাগ।
জানা গেছে, হুয়াওয়ে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগনামায় ব্যাংকখাতে জালিয়াতি, বিচারে বাঁধা সৃষ্টি এবং প্রযুক্তি চুরির বিষয়গুলো অর্ন্তভূক্ত করা হয়েছে। এই অভিযোগের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান টানাপড়েন আরো বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও মেং ওয়াংজু উভয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ওই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্বে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হুয়াওয়ের অবস্থান দ্বিতীয়। সূত্র : বিবিসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার