ভারতের মধ্যপ্রদেশের দামো জেলায় পাঁচ হাজার টাকা দিতে না পারায় এক অন্তঃসত্ত্বাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে স্থানীয় সরকারি হাসপাতালেএ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমে খবর, চিকিৎসার জন্য ওই সরকারি হাসপাতালে এসেছিলেন দামো জেলার তেন্দুলেখার বাসিন্দা ওই নারী। হাসপাতালে ভর্তির জন্য এক কর্মী পাঁচ হাজার টাকা চান অন্তঃসত্ত্বার পরিবারের কাছে। কিন্তু সেই টাকা দিতে না পারায় ভর্তি নেওয়া হয়নি অসুস্থ নারীকে। এরপরই ওই নারীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের ওই কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
জেলার পুলিশ সুপার নারায়ণ সিং বলেছেন, ‘ভর্তির জন্য হাসপাতালের এক কর্মী রোগীর আত্মীয়র কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন। আমরা তদন্ত শুরু করেছি। হাসপাতালের ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৯/মাহবুব