টর্নেডোর তাণ্ডবে তছনছ শহর। ভেঙে পড়েছে ঘর-বাড়ি। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২০০।
স্থানীয় সময় সোমবার রাতে ওই ঘটনায় এখনো রেশ কাটেনি। কিউবার রাজধানী হাভানার উপর আছড়ে পড়ে ঝড়। যা চুরুটের শহর হিসেবেই পরিচিত। দানব টর্নেডোর জেরে বহুজন নিখোঁজ বলে জানা গেছে। আতঙ্কে চারিদিক থেকেই আসছে আর্তনাদ আর চিৎকার।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, উপকূলবর্তী এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেসে গেছে গাড়ি। আহত হয়েছে প্রায় ১৯৫ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এএফপি সূত্রে খবর, ঘণ্টায় ৬২ মাইল বেগে শহরে আছড়ে পড়েছে ঝড়। জোরাল হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বহুতল। বিদ্যুৎহীন হয়ে গিয়েছে বেশ কয়েকটি শহর। হাভানা ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পিনার ডেল রিও, আর্টেমিসা এবং ময়াবিকিউ শহর।
প্রসঙ্গত, বিগত কয়েক বছরে এই ধরনের ভয়ঙ্কর টর্নেডোর সাক্ষী হয়নি এই শহর।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৯/আরাফাত