যুক্তরাষ্ট্রের জন্য চীন ও রাশিয়াকে হুমকি বলেই মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থা। শুধু সন্ত্রাসবাদ নয়, বরং ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর মধ্যকার প্রতিযোগিতাই যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা নীতিতে বেশি গুরুত্বপূর্ণ। তাই কংগ্রেসের কাছে সম্প্রতি বাজেটে প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানোর আবেদন রেখেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।
এদিকে, মঙ্গলবার (২৯ জানুয়ারি) মার্কিন গোয়েন্দা পরিচালক ড্যান কোটস এবং অন্যান্য গোয়েন্দা প্রধানরা দেশটির সিনেটে একটি প্রতিবেদন উপস্থান করেছে। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা রাশিয়া-চীন দেশ দু'টিকে নিজেদের জন্য হুমকি হিসেবেই দেখছে।
বৈশ্বিক হুমকি মূল্যায়ন বিষয়ক ওই প্রতিবেদন বলা হয়েছে, উত্তর কোরিয়া কখনো পরমাণু অস্ত্র থেকে সম্পূর্ণভাবে সরে আসবে না। তবে বর্তমানে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না। কিন্তু উদ্বেগের বিষয় হলো রাশিয়া এবং চীনের সক্ষমতা নিয়ে। দেশ দু’টির সাইবার হুমকিগুলো দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে। এই দুই দেশ যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার