ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের (টিআই) এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে ২০১১ সালের পর এই প্রথম দুর্নীতির পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার বার্লিন ভিত্তিক দুর্নীতিি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিষ্ঠানটি বলছে, দেশটিতে দুর্নীতির পরিমাণ বেড়ে ৭১ পয়েন্ট যুক্ত হয়েছে তাদের। সবমিলিয়ে তালিকার ২২ নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে দেশটির স্কোর ছিল ৭৫ এবং অবস্থান ছিল ১৬।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ১৮০টি দেশকে নিয়ে দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল। এতে শূন্য থেকে ১০০ পর্যন্ত স্কোরে দেশগুলোতে ভাগ করা হয়েছে যেখানে ‘শূন্য’ মানে সর্বোচ্চ দুর্নীতি এবং ‘১০০’ মানে কোনও দুর্নীতি নেই। অর্থাৎ স্কোর ১০০ থেকে যত নিচে নামবে তত দুর্নীতির পরিমাণ বেশি বলে ধরে নিতে হবে।
২০১৮ সালের তথ্যের ওপর ভিত্তি করে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের এবারের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের স্কোর ৭১।
টিআইর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের হিসাব অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। দেশটি ১০০–এর মধ্যে ৮৮ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড, পয়েন্ট ৮৭। এই তালিকায় সব শেষে আছে সোমালিয়া, পয়েন্ট ১০।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন