২০১৯ সালের প্রথম একমাসেই ভারতে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে ১৬৯ জন মারা গিয়েছেন। পরীক্ষায় আরও ৪,৫৭১ জনের রক্তে মিলেছে সোয়াইন ফ্লুর ভাইরাস।
বুধবার ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রকাশিত এক পরিসংখ্যানে এমনটাই দাবি করা হয়েছে।
সব থেকে খারাপ অবস্থা রাজস্থানের। ২৭ জানুয়ারি পর্যন্ত শুধু রাজস্থানেই ৭২ জন সোয়াইন ফ্লুর বলি হয়েছেন। সোয়াইন ফ্লুর H1N1 ভাইরাস মিলেছে আরও ১,৮৫৬ জনের রক্তে।
বিডি প্রতিদিন/কালাম