ফের ধাক্কা খেলো চীন। কারণ চীনের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হওয়া বিদ্যুৎ প্রকল্পে আপত্তি জানাল পাকিস্তান। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অধীনে এই বিদ্যুৎ প্রকল্পটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিকও হয়ে গিয়েছিল নাম। নাম দেওয়া হয়েছিল রহিম ইয়ার খান বিদ্যুৎ প্রকল্প।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে এই প্রকল্পটির প্রস্তাব দিয়েছিল পাকিস্তানই। কিন্তু সেই প্রকল্পকেই না বলে দিল ইসলামাবাদ। খবর অনুযায়ী, পাকিস্তানের ইমরান খান সরকার আপাতত স্থগিত রাখতে চাইছে এই প্রকল্পকে। ইতোমধ্যে বেইজিংকে সেকথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এমন ধাক্কা নতুন কিছু নয়, গত ডিসেম্বরে অষ্টম জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুত্ প্রকল্পটি সিপিইসি’র তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানান পাক প্রতিনিধিরা। বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মাখদুম খুসরো বখতিয়ার। এই প্রকল্পের বদলে দেশের বিদ্যুৎ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করার দাবি করা হয়েছে।
শুধু এই প্রকল্পটি নয়, গত মাসে বর্তমান ইমরান খান সরকার রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে প্রস্তাবিত এরকম ৪০০টি প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর