পাকিস্তানের ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’র অধীনে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ এবং ছেলে হামমাদ আজহারসহ বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ৪৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার তাদেরকে ‘প্রিভেন্টিভ ডিটেনশনে’ নেয়। খবর টাইমস অব ইন্ডিয়া।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, সোমবার অনুষ্ঠিত এক উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, মন্ত্রণালয়টি সব নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
আরও জানায়, সিদ্ধান্তটি অনুসারে তদন্তের জন্য এই ৪৪ জনকে প্রিভেনশন ডিটেনশনে নেওয়া হয়েছে। পরে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ পর্যবেক্ষণের সময় এই পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘ন্যাশনাল সিকিউরিটি কমিটি’।
এদিকে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেহরিয়ার আফ্রিদি এক প্রেস কনফারেন্সে জানান, কোনও বিদেশি চাপ ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কাউকে পরোয়া করবে না সরকার।
বিডি প্রতিদিন/হিমেল