ভারতের মুম্বাই হামলার ঘটনায় অন্যতম ষড়যন্ত্রকারী হাফিজ সাঈদের ‘জামায়াত উদ দাওয়া’কে নিষিদ্ধ পাকিস্তান। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে কট্টরপন্থী এই সংগঠনের শাখা সংগঠন ফালা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনকেও।
এর আগে ২০০৮ সালে পাকিস্তানে বসেই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দিয়েছিলেন হাফিজ সাঈদ। পরে ওই বছরেরই ডিসেম্বরে হাফিজ সাঈদের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছিল। পরে ২০১২ সালে হাফিজকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে আমেরিকা। পাকিস্তানের ওই জঙ্গি নেতাকে গ্রেফতারের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে ওয়াশিংটন। সেই সময় চাপে পড়ে হাফিজ ও তার সংগঠনকে ‘ওয়াচ লিস্টে’ রাখতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ।
পুলওয়ামা হামলার পর সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের ন্যাশনাল কাউন্টার-টেররিজম অথরিটি একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে নিষিদ্ধ সংগঠনের তালিকায় নাম নেই জামাত উদ দাওয়ার'র। ওই সংগঠনগুলোকে নিছক নজরদারি তালিকাতেই রাখা হয়েছে। ফলে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে ইমরান সরকারের উপর। এর প্রেক্ষিতে অবশেষে হাফিজ সাঈদের সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম