যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অস্ত্রবিষয়ক চুক্তি পাকিস্তান লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ট্রাম্প প্রশাসন।
এরই মধ্যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, ওই গত সপ্তাহে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের অপব্যবহার করেছে পাকিস্তান। খবর এনডিটিভির।
জানা গেছে, ১৯৭১ সালের পর এবারই প্রথমবার নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত ও পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। এ সময় ভারতীয় একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এর পাইলটকে কয়েকদিন আটক রাখার পর শুক্রবার নয়া দিল্লির হাতে তুলে দেয়া হয়। ভারতের অভিযোগ, গত বুধবার ভারতীয় যে যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে তাতে পাকিস্তান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। এ যুদ্ধবিমান কেনার সময় যুক্তরাষ্ট্র যে সব শর্ত দিয়েছিল তা লঙ্ঘন করা হয়েছে বলে ভারতীয় বিমানবাহিনীর অভিযোগ। তবে ওই অপারেশনে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
কিন্তু তারা এটাও স্পষ্ট করে নি যে, কোন ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল ওই অভিযানে। অনলাইন সিএনএনে প্রকাশিত সাংবাদিক হেলেন রিগ্যানের লেখা এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, তারা এমন রিপোর্টের বিষয়ে অবহিত। তিনি মনে করেন, যদি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়ে থাকে তাহলে তা এর ব্যবহার সংক্রান্ত চুক্তির লঙ্ঘন। এক্ষেত্রে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
বিডি প্রতিদিন/কালাম