ঘুমানোর পরই পায়ে মোক্ষম এক কামড়! প্রথমে ওই নারী ভেবেছিলেন স্বপ্নের জন্য এমন হচ্ছে। কিন্তু বিছানা ছেড়ে উঠে টর্চ জ্বালাতেই চক্ষু চড়কগাছ হয়ে গেল তার।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি থাইল্যান্ডের। বছর ৭৫-এর এক প্রৌঢ়া প্রতিদিনের মতোই নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ঘুমানোর কিছুক্ষণের পরে তিনি পায়ে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। শেষে টর্চ জ্বালাতেই চোখ কপালে উঠে গেল তার।
বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই মহিলা শুয়ে পড়ার পরেই ঘরের মধ্যে একটি পাইথন ঢুকে যায়। মহিলার পায়ে কামড়ও দিয়ে দেয় পাইথনটি। শেষে মহিলা টর্চ জ্বালিয়ে পাইথনটিকে দেখতে পান।
জানা গেছে, এরপরই ওই নারী পরিবারের বাকি সদস্যদের বিষয়টি জানান। ততক্ষণে সাপটি বাথরুমের মধ্যে ঢুকে যায়। ওই নারীর সন্তান বাথরুমের দরজা বন্ধ করে দেন।
পরে স্থানীয় বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন।
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম