ভারতের নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সের পাঁচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ২৪টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ওই ভবনটি ১১তলার। সেখানে সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয়, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
জানা গেছে, পাঁচতলায় রয়েছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রণালয়ের অফিস। সেখান থেকেই প্রথম আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দমকলের তৎপরতায়।
আগুন নিয়ন্ত্রণে আনার পর আপাতত দমকলের পক্ষ থেকে ঘটনাস্থলের তাপমাত্রা কমানোর কাজ করা হচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দমকল বাহিনী। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম