লন্ডনের হিথ্রো বিমানবন্দর, লন্ডন সিটি বিমানবন্দর ও লন্ডনের আন্ডারগ্রাউন্ড স্টেশন ওয়াটারলুতে তিনটি বিস্ফোরক ডিভাইসবাহী প্যাকেট পাওয়া গেছে। সন্ত্রাসবিরোধী পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করছে।
মঙ্গলবার ডাকে ওই বিস্ফোরকবাহী 'এ ফোর' আকৃতির ব্যাগ পাঠানো হয় বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। ব্যাগ খোলার পরপরই তাতে আগুন ধরে যায়। বিস্ফোরক ডিভাইসবাহী প্যাকেটের ওপর আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছিল।
ব্যাগটি পাওয়ার পরপরই হিথ্রো সেন্টার খালি করে ফেলা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত করছে লন্ডনের কাউন্টার টেরোরিজম কমান্ড। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, ব্যাগের মধ্যে ডিভাইস ছিল যা খোলার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা