ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তর দ্বীপ মিন্দানাওতে ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার এ ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬।
তবে ভূমিকম্পটি কখন আঘাত হেনেছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি।
সংস্থাটি জানায়, প্রথমে ৬ মাত্রার কম্পনের কথা বলা হলেও পরে আবারও পরীক্ষা করে জানানো হয়, সমুদ্রের তলদেশে উৎপত্তি হওয়া কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ডাবাও শহর থেকে ২১১ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম