আগামী ২০৩৪ সালের মধ্যে রাশিয়ার জনসংখ্যার ৩০ শতাংশ হবে মুসলিম বলে জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ রাভিল জয়নুদ্দিন। মস্কোর এক সম্মেলনে তিনি বলেন, বর্তমানের রাশিয়ায় মুসলমানদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
সমীক্ষার পূর্বাভাস তুলে ধরে শেখ রাভিল জয়নুদ্দিন বলেন, আগামী ১৫ বছরের মধ্যে দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশই মুসলমান হবে। গ্র্যান্ড মুফতি স্মরণ করে বলেন, গত ঈদুল আজহায় মস্কোর ঈদের জামাতে তিন লাখ ২০ হাজারের বেশি মুসলমান শরিক হয়েছিল। একে তিনি রেকর্ড হিসেবে উল্লেখ করেন।
রুশ বড় বড় নগরীগুলোতে নতুন মসজিদ তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আনাদোলি এজেন্সি
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৯/মাহবুব