পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, ভারতের সঙ্গে সময় মতো সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণেই যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। তবে দেশটির সঙ্গে উত্তেজনা কমলে এখন হুমকি রয়েছে বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
'পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’র(পিটিআই) এক সভায় ইমরান খান এমন মন্তব্য করেছেন বলে বুধবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।
এদিকে, কাশ্মীরে জঙ্গি হামলার জেরে উত্তেজনা এখনো থামেনি ভারত ও পাকিস্তানের মধ্যে। জঙ্গি হামলার প্রতিশোধ নিতে গিয়ে সীমান্ত রেখা অতিক্রম করে পাকিস্তান ভূ-খণ্ডে আক্রমণও করে ভারতীয় বিমান বাহিনী। এরপর থেকেই একে অপরকে দিচ্ছে হামলার হুমকি। চলছে অভিযোগ পাল্টা অভিযোগও। একে অন্যের বিভিন্ন অভিযোগ ও দাবিকে মিথ্যা বলেও দাবি করছে।
তাছাড়া, ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, জাতিসংঘে ভারত যেভাবে মামলা বা অভিযোগ সাজাচ্ছে, তাতে চাপে পড়ে গেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যমের দাবি, তাদের এই চাপ প্রকাশ পেয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের বক্তব্যেও।
বিডি প্রতিদিন/এ মজুমদার