যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করলো চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে।
মার্কিন সরকারের তাদের সরকারি দপ্তরগুলোতে হুয়াওয়ের পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় মামলাটি দায়ের করে হুয়াওয়ে।
প্রতিষ্ঠানটির দাবি, এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি এবং তা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হুয়াওয়ের সুষ্ঠু প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে। ফলে বাধ্য হয়েই প্রতিষ্টানটি এমন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুও পিং। খবর বিবিসি।
গুও পিং বলেন, “মার্কিন সরকার তাদের জারি করা নিষেধাজ্ঞার পক্ষে কোনো যুক্তি-প্রমাণ দেখাতে পারেনি। তাই এক রকম বাধ্য হয়েই শেষ অবলম্বন হিসেবে আমরা আইনি সহায়তা নিচ্ছি।”
তিনি আরও বলেন, “এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি এবং তা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হুয়াওয়ের সুষ্ঠু প্রতিযোগিতাকে বাধাগ্রস্থ করছে। এর ফলে মার্কিন নাগরিকরাই সুবিধাবঞ্চিত হচ্ছে।”
জানা গেছে, মার্কিন সরকারের নিষেধাজ্ঞার জারির প্রেক্ষিতে কয়েক মাসের আন্তর্জাতিক তদন্তের পর এমন পদক্ষেপ নিল এই চীনা টেলিকম জায়ান্ট।
বিডি প্রতিদিন/কালাম