কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমে আসায় ভারতে নিজেদের দূতকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, আমাদের হাইকমিশনারকে নয়াদিল্লিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, যা একটি ইতিবাচক উন্নতি।
বিডি প্রতিদিন/এ মজুমদার