দেশের বিরুদ্ধে কাজ করার অভিযোগে গ্রেফতার ১০ নারীকে মুক্তি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বেচলেট।
আটককৃত এসব নারীর ওপর অমানুষিক নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪০তম বৈঠকে বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সৌদি আরবে নির্বিচারে গ্রেফতার ও আটক রাখা হয়েছে কয়েকজন নারী মানবাধিকারকর্মীকে। সেখানে তাদের নির্যাতন করা হচ্ছে।
বেচলেট বলেন, আমি নিজেও চিলির অগাস্টো পিনোচের শাসনের অধীনে এমন নির্যাতনের শিকার হয়েছিলাম।
শান্তিপূর্ণ কর্মীদের এই অত্যাচার স্পষ্টভাবে দেশের ঘোষিত নতুন সংস্কারের বিরোধী। তাই আমি তাদের মুক্তির জন্য জোরালো দাবি জানাচ্ছি, বলেন তিনি। তবে সৌদি আরবের পক্ষ থেকে এমন নির্যাতনের কথা অস্বীকার করা হয়।
এছাড়াও মিয়ানমার ও ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন