ভারতের পশ্চিমবঙ্গে ধর্ষককে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন ধর্ষিতা নারী। ওই নারীকে ধর্ষণের পর তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্ত। তাই নিজের শরীরে আগুন নিয়ে দুর্বৃত্তকে জাপটে ধরে হত্যা করেন ৩৫ বয়সী বিধবা নারী।
বুধবার পশ্চিমবঙ্গের কলকাতায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ওই নারী গুরুতর আহত অবস্থায় এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ৪২ বছর বয়সী এক দুর্বৃত্ত প্রায়ই ওই নারীকে বিরক্ত করত। সোমবার সে ওই নারীর ঘরে ঢুকে পড়ে। ধর্ষণ করে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। তখনই ওই নারী ধর্ষককে জাপটে ধরেন।
৩৫ বছর বয়সী ওই নারী জানান, তার মেয়ে বাড়ির বাইরে ছিল। ওই সময়ই লোকটি তার ওপর হামলা চালায় এবং ধর্ষণের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর ওই নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ধর্ষক। এতে ধর্ষিতার মুখ ও হাত পুড়ে যায়। এ সময় তিনি ধর্ষককে আগুনের মধ্যে টেনে নেন। এতে ওই ব্যক্তির শরীরেও আগুন ধরে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে ধর্ষকের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন