সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে জার্মানি যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তার মেয়াদ বাড়িয়েছে বার্লিন। ইয়েমেনে রক্তক্ষয়ী আগ্রাসন ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে জার্মানি। খবর পার্সটুডের
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো সম্পর্কে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেন, আমরা নিষেধাজ্ঞার মেয়াদ মার্চের শেষ নাগাদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ইয়েমেনের ঘটনাবলীর ওপর নজর রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
ম্যাস বলেন, শুধু মার্চের শেষ পর্যন্ত অস্ত্র বিক্রির পারমিট ইস্যুই বন্ধ থাকবে না বরং জার্মানি থেকে কোনো অস্ত্রও রিয়াদে যাবে না। আমরা বিশবাস করি যে, ইয়েমেন যুদ্ধ শিগগিরি বন্ধ হবে।
গেল বছরের নভেম্বর মাসে সৌদি আরবের কাছে চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে জার্মানি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন